General information about Jeevan Mithra Fertility Centre:
Jeevan Mithra Fertility Centre খুবই জনপ্রিয় এবং খ্যাতনামা একটি সেন্টার বাঙালি রোগিদের কাছে । আমাদের এখানে ১৫ শতাংশেরও বেশি বাংলাদেশি এবং বিদেশি বাঙালি পেশেন্ট আছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলার দম্পতিরা আমাদের সেন্টারে এসেছেন এবং সাফল্য লাভ করেছেন । এমনও অনেক দম্পতি আছেন যারা বারবার বাংলাদেশে এবং দেশে-বিদেশের অনেক জায়গায় অসফল হয়েছেন এবং তারা আমাদের কাছে এসেছেন অনেক আশা নিয়ে এবং ডাক্তার তাদের অসফল হওয়ার কারণ খুঁজে বের করে অনেকেই প্রথমবারেই সফল হয়েছেন । আমাদের এখানে অত্যাধুনিক ও সব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় আপনার সাফল্যের হার বাড়ানোর জন্য । আমাদের সেন্টারের বিশেষত্ব হলো এখানে ডাক্তাররা বলে থাকেন ফার্টিলিটি সমস্যা মানে IVF চিকিৎসা নয় ফার্টিলিটি সমস্যা মানে প্রথমে খুঁজে বের করা আপনার আসলে কি শারীরিক সমস্যা আছে, সঠিকভাবে নির্বাচন করে তার সমাধান করে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসা সম্ভব, অথবা যে কোন ছোটখাট চিকিৎসা যেমন ল্যাপরোস্কপি হিস্টোসকপি IUI এর মাধ্যমে প্রেগনেন্সি আসা সম্ভব। তাই আমাদের এখানে IVF এর সাথে সাথে IUI এবং ন্যাচারাল প্রেগন্যান্সির সাফল্যের হারও অনেক বেশি তার জন্য আপনাকে শুধুমাত্র একসপ্তাহ থেকে ১০ দিনের জন্য এখানে আসতে হবে। এমনকি শুক্রাণু সমস্যা জনিত পুরুষদের ও সবসময় IVF-এ যেতে হয় না। ভালোভাবে পরীক্ষা করে শুক্রানোর কি সমস্যা আছে তা খুঁজে বের করে সঠিক হরমোনাল ঔষধ এবং ইনজেকশন দিলে স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সম্ভাবনা ভালো হতে পারে। IVF পেসেন্ট এর জন্য অ্যাডভান্স পদ্ধতিতে বিদেশি খুব উন্নত মানের ইনজেকশনের মাধ্যমে যেন খুব ভালো ডিম পাওয়া যায় এবং বিশেষভাবে শুক্রানো নির্বাচন করার পদ্ধতি যাতে ভালো শুক্রাণু পাওয়া যায় এবং এই দুইয়ের মাধ্যমে যেন ভালো ভ্রুন তৈরি করা যায় এইসব মাথায় রেখে এখানে IVF করা হয়। এখানে এম্বিওলজিস্ট এবং উন্নত মানের এমবিওলজি ল্যাব আছে তাই বেশিরভাগ পেশেন্টরাই প্রথমবারে এগ কালেকশনে ভালো ভ্রুন পেয়ে থাকে এবং আমাদের এখানে সাফল্যের হার অনেক বেশি অন্যসব জায়গার তুলনায় ।
Information for IVF/ICSI patients
IVF/ICSI পেশেন্টদের জন্য বিশেষ নির্দেশনা মাসিকের এক সপ্তাহ আগে অবশ্যই আসবেন , কারণ আপনার যত পরীক্ষা-নিরীক্ষা আছে সব মাসিক শুরু হওয়ার আগে শেষ করে মাসিকের দ্বিতীয় দিন থেকে আপনার চিকিৎসার প্রক্রিয়া শুরু হলে ভালো হবে। যদি আপনার কাছে পুরনো কোন রিপোর্ট থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন আর যদি না থাকে তাহলে ও কোন সমস্যা নেই। আমাদের এখানে সকল আইভিএফ পেসেন্ট এর আইভিএফ করার আগে ল্যাপ্রোস্কপি বা টিউব ক্লিপিং করতে হয় না , এসব ছাড়াও এখানের সাফল্যের হার অনেক বেশি। আমাদের এখানে দুই ধাপে IVF চিকিৎসা হয়, আপনি প্রথমবারে ২০ দিনের জন্য আসতে পারেন শুধুমাত্র এগ কালেকশন করার জন্য এবং পরবর্তী সময়ে আপনার সময় মত দুই মাস পরে বা চার মাস পরে এসে এমবিও ট্রান্সফার করতে পারেন তখন আপনাকে চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ থাকতে হতে পারে । অথবা আপনি দুই মাসের জন্য এলে একেবারে এগ কালেকশন এবং এমবিও ট্রান্সফার হয়ে যাবে । এবং প্রেগনেন্সি পজেটিভ আসার পরে হার্টবিট আসা পর্যন্ত থাকতে পারেন অথবা যদি কারোর বেশি সমস্যা থাকে তাহলে তার আগেও যেতে পারেন। যদি কারোর হাইরিক্স প্রেগন্যান্সি থাকে তাহলে তারা এখান থেকে ডেলিভারিও করাতে পারবেন। যাদের বারবার বাচ্চা নষ্ট হচ্ছে তারাও এখানে ট্রিটমেন্ট শেষ করে ডেলিভারি করিয়েও যেতে পারবেন।
Information for laparoscopy/hysteroscopy patients
আমাদের এখানে ল্যাপরোস্কপি হিস্টোসকপি সব ধরনের সার্জারি হয়ে থাকে। আমরা এখানে সব ধরনের এডভান্স ল্যাপারোস্কপি, কসমেটিক সার্জারি,, স্পেশাল রোবোটিক সার্জারি এই সব ধরনের সার্জারি করে থাকি। এমনকি ফার্টিলিটি স্পেশালিস্ট সার্জারি মানে যেসব মহিলাদের সার্জারি করা হচ্ছে ডিম কম না হওয়ার মতন সার্জারিও এখানে হয়ে থাকে। এখানে বড় বড় ফাইব্রয়েড সার্জারি হয় ওপেন সার্জারি ছাড়া শুধুমাত্র লেজার ট্রিটমেন্ট এর মাধ্যমে ল্যাপরোস্কপিতে।
Procedure to get medical visa/ invitation letter
আপনারা যদি আপনাদের স্বামী-স্ত্রীর পাসপোর্টের ফটো পাঠান এবং যদি আপনাদের সঙ্গে কোন এটেন্ডেন্স এসে থাকে তাহলে তারও পাসপোর্ট এর ফটো পাঠালে আমরা এখান থেকে ইনভিটেশন লেটার দিতে পারব পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তার সঙ্গে অবশ্যই আপনাদেরকে নিজের মেইল আইডি এবং একটা তারিখ দিতে হবে সঙ্গে আপনার মেডিকেল রিপোর্ট ও পাঠাতে হবে। আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা কোন ইন্ডিয়ান হাই কমিশনে জমা দেবেন ঢাকা নাকি সিলেট নাকি চিটাগাং। এবং আপনারা আমাদের ইনভিটেশন লেটার নিয়ে সরাসরি ইন্ডিয়ান হাইকমিশনে জমা দিতে পারবেন। এবং ভিসা আপনারা হাতে পেলে টিকিট কাটা হলে অবশ্যই আমাদেরকে জানান আমরা সেই ভাবে আপনাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেব।
Free airport pickup booking
আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, আমাদের এই হসপিটালে, সকাল নটা থেকে নিয়ে সন্ধ্যে সাতটা পর্যন্ত এয়ারপোর্ট থেকে ফ্রিতে পিক আপ করা হয় পেশেন্টদের। তাছাড়া অন্যান্য সময়ে স্বল্প কিছু মূল্যের বিনিময়ে পিক আপ উপলব্ধ আছে। তার জন্য আপনাদেরকে আপনার ফ্লাইটের টিকিট সহ টাইমিং সহ আমাদেরকে এক থেকে দুই দিন আগে অবশ্যই জানাতে হবে। এবং বাংলাদেশের এয়ারপোর্টে থাকাকালীন পেশেন্ট এর ফটো আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ পাঠাতে হবে (+91 97910 85541) এই নাম্বারে। আমাদেরকে অবশ্যই একদিন আগে ফোন দিতে হবে পিক আপ কনফার্ম করার জন্য তাহলে আমরা ড্রাইভার এর নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দেব।
For Bengali communication contact number
আমাদের এখানে বাংলাদেশের বহু বাঙালি পেশেন্ট তাছাড়াও অন্যান্য দেশের বহু বাঙালি পেশেন্ট এখানে উপস্থিত আছেন তাদেরকে সাহায্য করার জন্য এখানে মোটামুটি সবাই বাংলায় কথা বলতে পারেন এবং ফোনে যদি যোগাযোগ করতে চান আপনি সহজে ফোনে যোগাযোগ করতে পারেন তার জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত +91 97910 85541 / +91 98846 33282 এই নাম্বারে ফোন দিলে সহজে বাংলায় আপনারা কথোপকথন করতে পারবেন ।
Post IVF pregnancy patients follow up after going back to Bangladesh
আমাদের এই হসপিটালে আর একটা প্রধান বিশেষত্ব হল, ivf করার পরে পজিটিভ হলে পেসেন্টরা বাংলাদেশ চলে যান, তারা পরবর্তী সময়ে মানে পুরো প্রেগন্যান্সির সময়টাতে ওনারা চাইলে উনাদের রিপোর্ট যদি আমাদেরকে পাঠান আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সেটার জন্য কি ট্রিটমেন্ট লাগবে সেটাও আমরা পরামর্শ দিয়ে থাকি। তার জন্য আপনাদেরকে আপনার সর্বশেষ স্ক্যান রিপোর্ট এবং আপনার প্রেসক্রিপশন আমাদেরকে পাঠাতে হবে এবং তা আমরা ডাক্তারদের দেখিয়ে সেটার পরামর্শ দিতে পারব। এমনকি আপনাদের প্রেগনেন্সিতে অসুবিধা না হওয়ার মতন ওখানে লোকাল ডাক্তারের সঙ্গেও এখানকার ডাক্তাররা কথা বলে সব ট্রিটমেন্ট বুঝিয়ে দেন যদি কোন সমস্যা কোন কিছু হয়ে থাকে ওখানে যাওয়ার পরে তাহলে ওখানের লোকাল ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন। যাতে আপনার প্রেগনেন্সিতে কোন বাধা না আসে ডেলিভারি হওয়া পর্যন্ত।